রাজ্যের ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

রাজ্যের ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্যের ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।  ১০০দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাতের মধ্যে ১০০দিনের কাজের বকেয়া আদায়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সাথে বৈঠকে বসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক পরিপূর্ণ ও সদার্থক হয়ে বলে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

 

এদিন দীর্ঘ বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, আমরা গত বছর ৩০ কোটি কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলাম, এখন প্রথাগত কিছু ত্রুটি-বিচ্যুতির কথা বলে কেন্দ্র টাকা দিতে চাইছে না, আমাদের প্রাপ্য প্রায় ৬৭৪০কোটি টাকা। গ্রামীণ আবাস যোজনা ও গ্রাম সড়ক যোজনায় কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এসব নিয়ে আমরা বারংবার আবেদন করেছিলাম কেন্দ্রের কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও আগে দিল্লিতে এসে প্রধানমন্ত্রীকে পুরো হিসেব দিয়েছিলেন।

আরও পড়ুন –   ১৩ দফা দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে স্মারক লিপি দিতে চলেছেন মিড ডে মিলের রধুনিরা

আমরা চাই, সমস্ত জটিলতা কাটিয়ে সেই টাকা দ্রুত প্রদান করুক কেন্দ্রীয় সরকার বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার।উল্লেখ্য, এম.জি.এন.আর.ই.জি.এ. প্রকল্পে কাজে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলা। পঞ্চায়েতের সমস্ত স্তরে ১০০দিনের কাজে প্রতিটি এলাকায় উন্নয়নের কাজ হয়েছে ব্যাপক। এই প্রকল্পে রাজ্যে নজরকাড়া সাফল্যের স্বীকৃতি ইতিমধ্যেই মিলেছে কেন্দ্রের তরফে। কিন্তু তা স্বত্বেও কেন্দ্রের তরফে বঞ্চনায় টাকা না প্রদান না করায় আর্থিক সমস্যার কারনে বর্তমানে এই প্রকল্পের কাজ করা যাচ্ছে না।

 

উল্লেখ্য, রাজ্যের ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।  ১০০দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাতের মধ্যে ১০০দিনের কাজের বকেয়া আদায়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সাথে বৈঠকে বসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক পরিপূর্ণ ও সদার্থক হয়ে বলে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top