রাজ্যে আন্দোলন শান্তিপূর্ন ভাবে করার কথা জানান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যে আন্দোলন শান্তিপূর্ন ভাবে করার কথা জানান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ২২ ডিসেম্বর, নাগরিকতত্ব আইনের প্রতিবাদ শান্তিপূর্ন করতে রাজ্যের মানুষের কাছে আহ্বয়ান জানালেন সিদ্দিকুল্লা চৌধুরী। রবিবার ধর্মতলায় রানিরাসমনি অ্যাভিনিউতে রাজ্য জমিয়েত উলেমার হিন্দের সভা ছিল। সেইসভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যে আন্দোলন শান্তিপূর্ন করার কথা জানান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

তিনি বলেন, ইসলাম শান্তির কথা বলে, ইসলাম ত্যাগের কথা বলে। তবে ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান তিনি। ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে মুসলিমরা জানে। বর্তমানে কেন্দ্র মুসলিমদের বারবার অপমান করছে। রাজ্য জমায়েত উলামাহিন্দ গনতান্ত্রীক পথে এর মোকাবিলা করবে বলে জানান তিনি। রাজ্যে কখনই অশান্তি হতে দেবে না বলেও জানান তিনি। ‘আমরা আজ এখানে প্রশাসনের অনুমতি নিয়ে সভা করছি। প্রশাসন আমাদের অতীতের রেকর্ড ভালো থাকায় সভার অনুমতি দিয়েছে। সংগঠনের এই ঐতিহ্য আমাদের সকল সদস্যদের ধরে রাখতে হবে’, বললেন সিদ্দিকুল্লা চৌধুরী।

তবে এদিন রাজ্যে অশান্তির পিছনে বিজেপিকেই দায়ি করেছেন তিনি। কালা আইন দেশজুড়ে লাগু করে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। তিনি বলেন অশান্তি দেখলে প্রশাসনকে খবর দিন। কিন্তুু নিজেরা আইন হাতে তুলে না নেবার কথা সভায় বলেন সিদ্দিকুল্লা চৌধুরী।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top