রাজ্য – পশ্চিমবঙ্গে মিলেছে জ্বালানির বিশাল ভাণ্ডার—এ যেন বাস্তবের গুপ্তধনের খোঁজ! উত্তর ২৪ পরগনার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাটে আবিষ্কৃত হয়েছে দুটি নতুন তেল ও প্রাকৃতিক গ্যাস ব্লক, যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা। এই তথ্য সম্প্রতি রাজ্যসভার এক প্রশ্নের জবাবে প্রকাশ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
জানা গেছে, ONGC-এর WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই জ্বালানির ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। দুটি ব্লক থেকে মোট ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি আহরণ সম্ভব বলে প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার পশ্চিমবঙ্গের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। একইসঙ্গে দেশের জ্বালানি শক্তির ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলেই মনে করছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।
উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যের জ্বালানি সম্পদ সম্পর্কিত একটি প্রশ্ন উত্থাপন করেন। তার জবাবেই এই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।
এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও পাওয়া গিয়েছে খনিজ তেল ও গ্যাসের সম্ভাব্য ভাণ্ডার। বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনী এলাকায় ONGC ইতিমধ্যেই পরীক্ষামূলক খননের জন্য প্রস্তুতি শুরু করেছে। খনন যন্ত্র আনার জন্য তৈরি হচ্ছে রাস্তা, পাশাপাশি অফিসারদের থাকার ঘর, কনফারেন্স রুম সহ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
স্থানীয় কৃষকদের কাছ থেকে তিন বছরের চুক্তিতে জমি নেওয়া হয়েছে, যেখানে প্রতি বিঘা জমির জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার জানিয়েছেন, প্রাথমিকভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। তাঁর মতে, প্রকল্পটি সফল হলে এলাকায় অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
রাজ্যে পরপর এই আবিষ্কারগুলিকে কেন্দ্র করে নতুন করে আশাবাদী রাজনীতি ও শিল্প মহল। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এই সম্পদ ব্যবস্থাপনা করতে পারলে পশ্চিমবঙ্গ হয়ে উঠতে পারে দেশের অন্যতম জ্বালানি হাব।
