রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৫ হাজার পার করলো । গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৫ হাজার ৪২১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৩ জন। আক্রান্তের সংখ্যা সুস্থতার সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। যার ফলে বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ হাজার ১০১। করোনা সংক্রমণের নিরিখে প্রথম কলকাতা। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৯ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬০ জন। এই জেলাতেই মৃতের সংখ্যা সর্বাধিক। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।
একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ৪১৩ জনের। পজিটিভিটি রেট বেড়ে ২৪.৭১ শতাংশ। কর্নার লাগাতার এই বৃদ্ধির ফলে আশঙ্কা বাড়ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৫ হাজার ৪২১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৩ জন। আক্রান্তের সংখ্যা সুস্থতার সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। যার ফলে বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ হাজার ১০১। করোনা সংক্রমণের নিরিখে প্রথম কলকাতা। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৯ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬০ জন। এই জেলাতেই মৃতের সংখ্যা সর্বাধিক। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।
আর ও পড়ুন এক অদ্ভূত শহর বানাতে চলেছে সৌদি আরব
একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ৪১৩ জনের। পজিটিভিটি রেট বেড়ে ২৪.৭১ শতাংশ। কর্নার লাগাতার এই বৃদ্ধির ফলে আশঙ্কা বাড়ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। রাজ্যে ১৫ হাজার পার করলো দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১৫ হাজার ৪২১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৩ জন। আক্রান্তের সংখ্যা সুস্থতার সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। যার ফলে বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ হাজার ১০১।