নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৭ই সেপ্টেম্বর : আইসিসিআর-এ দলের এক সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন , দলে নবাগতদের নিয়ে সমস্যা আছে। গত ১৪ অগাস্ট কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অনেক বিতর্ক হয়েছে। দলে নতুন ও পুরনোদের নিয়ে কাজ করাটাই বড় চ্যালেঞ্জের।প্রতিদিনই দল বড় হচ্ছে, বিভিন্ন দল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিচ্ছেন। যাঁরা নতুন আসছেন, তাঁদের যোগ্য সম্মান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।২০২১-এ দলকে ক্ষমতার আনার আগে বাংলায় ১ কোটি সদস্য করতে হবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোাষ। না হলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে না বলেও জানান তিনি। প্রসঙ্গত বর্তমানে রাজ্য বিজেপির সদস্য সংখ্যা ৬০ লক্ষ। দিলীপ ঘোষ বলেন, এই সদস্য সংখ্যা নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই। রাজ্যে পরিবর্তনের লক্ষ্যেই বিজেপির সদস্য সংখ্যা ১ কোটি করতে হবে।
রাজ্যে পরিবর্তনের লক্ষ্যেই বিজেপির সদস্য সংখ্যা ১ কোটি করতে হবে : দিলীপ ঘোষ
রাজ্যে পরিবর্তনের লক্ষ্যেই বিজেপির সদস্য সংখ্যা ১ কোটি করতে হবে : দিলীপ ঘোষ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram