পূর্ব মেদিনীপুর-এসএসসি পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে শিক্ষক নিয়োগের ঘটনায় অয়নকুমার দাস নামে এক ভুয়ো শিক্ষককে গত ১০ই মার্চ গ্রেফতার করেছিল সিআইডি । ধৃত তমলুক ব্লকের খামারচক হাইস্কুলে পড়াতেন।অয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি কোনও পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে স্কুলে নিয়োগ হয়েছিলেন । এবং ২০১৯ সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে বেতন পেতেন।
সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়নকুমার দাসকে ‘ভুয়ো’ শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) পলাশ রায় গত ৬ মার্চ তমলুক থানায় এফআইআর দায়ের করেন।গত বছর খামারচক হাইস্কুলে শুভেন্দু হাটুয়া নামে আরও এক ‘ভুয়ো’ শিক্ষক গ্রেফতার হন। সেই সময় গ্রেফতার হয়েছিলেন প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াও। শুধু তিনিই নন, সেই সঙ্গে ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন ডিআই (সেকেন্ডারি) চাপেশ্বর সর্দার।
কয়েক মাস জেল খাটার পর চাপেশ্বর এবং অশোককে জামিন দেওয়া হয়। কিন্তু ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি-র হাতে ধরা পড়লেন খামারচক হাইস্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক।অন্যদিকে, এদিনই আবার ভুয়ো জাতি-শংসাপত্র ব্যবহার করে স্কুলে চাকরি করার অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি এই সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ নিয়ে এসএসসি সঙ্গে যোগাযোগ করে রাজ্য পুলিশ।কমিশন সূত্রে খবর, সম্প্রতি তাদের একটি চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ। পুলিশের পাঠানো ওই চিঠিতে তিন জনের নামে অভিযোগের কথা বলা হয়েছে।
