রাজ্য – রাজ্যজুড়ে এখন টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে। যদিও দুপুরে তাপমাত্রা খানিকটা বাড়ছে, সন্ধে নামতেই ফের নেমে আসছে শীতলত্ব। শনিবার ও রবিবারের মধ্যে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় কিছুটা বৃদ্ধি দেখা গেলেও কুয়াশার উপস্থিতি একাধিক জায়গায় ধরা পড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকালেই কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা গিয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা প্রবল। উত্তর-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে শীত কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় কুয়াশা আরও ঘনীভূত হতে পারে।
গত কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নিচে, নভেম্বরের মাঝামাঝি থেকেই শহরবাসী অনুভব করছিল স্পষ্ট ঠান্ডা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছিল। কলকাতার তাপমাত্রা সম্প্রতি নেমে গিয়েছিল ১৮ ডিগ্রির নিচে, কিন্তু এখন তা বাড়তে বাড়তে ২০ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে বলে পূর্বাভাস। আগামী কয়েক দিন আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্র ও গরম হাওয়া ঢোকার ফলে।
উত্তরবঙ্গেও কুয়াশা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ৬ ডিগ্রিতে। যদিও দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কয়েক দিনের মধ্যে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি হিসেবে নথিভুক্ত হয়েছে। সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে ফের ঠান্ডা বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে।




















