রাজ্য – আজ থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন (Special Summary Revision) প্রক্রিয়া। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পরই রাজ্যের নির্বাচন আধিকারিকরা পুরোদমে কাজে নেমে পড়েছেন। সকাল থেকেই নির্বাচন ভবনে শুরু হয়েছে টানা বৈঠক। সূত্রের খবর, আজই হতে পারে সর্বদল বৈঠক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কমিশন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রতিটি জেলায় প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটার তালিকা সংশোধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া, এবং তথ্য সংশোধনের কাজ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।
এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তরফে সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে যেন প্রত্যেকে নিজের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করে প্রয়োজনে সংশোধনের আবেদন করেন।



















