কোলকাতা:- সিডিউল কাস্ট সার্টিফিকেট,রেশন কার্ড ,বিধবা ভাতা, কভাতর ঐক্যশ্রী,দুয়ারে সরকার প্রভৃতি রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা এক ছাতার নিচে জনগণকে দিতে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা পুরসভার ৯ নম্বর বোরোতে “বাংলা-সহায়তা”কেন্দ্রের শুভ সূচনা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবায় ভ্যাক্সিনেশন কাণ্ড নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা কটাক্ষ করে তিনি বলেন খড়গপুর অঞ্চলে যা যা হচ্ছে তার জন্য কি দিলীপ ঘোষ দায়ী, এ ছাড়া তিনি আরো বলেন বাগরি মার্কেট থেকে ভাওয়েল গুলো কালেকশন করে স্বাস্থ্য দপ্তরে দিচ্ছি এগুলো কোথা দিয়ে পেয়েছে পুলিশ এগুলো নিয়ে যাচ্ছে বাগরি মার্কেট এ অভিযুক্তকে কি তদন্তে বেরোয় দেখে আমরা বলব, আমার যেটা প্রশ্ন আমাদের কাছে পুরসভায় যারা যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের বাড়িতে গিয়ে নাম নথিভুক্ত করে তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে নিশ্চিতভাবে স্বাস্থ্য ভবন এর সহায়তায় এক্সপার্ট কমিটি গঠন করে কিভাবে এদের ভ্যাকসিন যদি হয়ে থাকে এদের বেশ নাম্বারে কী করে হলো এসব ব্যাপারে তদন্ত চালাবে। যারা এরকম ধরনের কাজ করে তারা এটাই করে প্রচুর নেতাদের তাদের সাথে ছবি তুলে তারা তাদের বাজার চলে যারা জনগণের সাথে থাকে তারা অত বিস্তারিত যায় না, সারাদিন অনেক অনুষ্ঠানে যাই ,কে আমার পাশে এসে ছবি তুলছে এটাতো আমার পক্ষে দেখা সম্ভব নয় পুলিশ প্রশাসন আছেন তারা তারা তদন্ত করছেন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় মন্তব্য করেছেন দলত্যাগ বিরোধী আইন নিয়ে যদি বিধানসভার স্পিকার পদক্ষেপ না নেয় তাহলে আইনি পথে যাব সেই প্রসঙ্গে তিনি বলেন শুভেন্দু নতুন নতুন বিজেপি করছেন তাই আস্থাভাজন হয়ে ওঠার চেষ্টা করছেন, আদালত বিধানসভার ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না এখন শুভেন্দু এসব বড় বড় কথা বলে বাজার গরম করছেন দিলীপ দা ঠিকই বলেছেন উনি পার্লামেন্টের মেম্বার যে বিধানসভার মধ্যে সেটা আদালত দেখেনা।