রাজ্য আইনশৃঙ্খলার অবনতি প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল বীজপুরে। আইন শৃঙ্খলার অবনতি,খুন,নাবালিকা ধর্ষন সহ টেট দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিজেপি মহিলা মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল সংগঠিত হল বীজপুরে৷ রবিবার বিকেলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার উদ্যোগ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়৷
মিছিলটি হালিশহর বাগমোড় থেকে শুরু হয়ে কবি গুরু রবিন্দ্র পথ ধরে কাঁচরাপাড়া গান্ধিমোড়ে গিয়ে শেষ হয়৷ এদিন মিছিলে উপস্থিত ছিলেন,রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী,ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালি দুবে,জেলা কমিটির সদস্য বিনোদ শর্মা,জেলা তপসিলী মোর্চার সভাপতি সমর দাস। এছাড়ও এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া মন্ডল-২ এর সভাপতি হিরা মন্ডল সহ বিজেপি কর্মী সমর্থকরা৷
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
মিছিলে হাজির হয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপির মোহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী শাসক দলকে তীব্র কটাক্ষ করে বলেন, তৃনমূলের খেলা তো চলছেই। ওরা এতদিন খেলেছে, এবার মানুষ খেলবে। তার কথায়, ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রতিনিয়ত মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে। কোথাও নাবালিকা খুন হচ্ছে, আবার কোথাও যুবতী মহিলার ওপর পাশবিক নির্যাতন হচ্ছে। তাছাড়া এখানে বিজেপি যখনই কোন মিছিল করতে যাচ্ছে, তখনই দলের মহিলা কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছে।
এ থেকেই বোঝা যাচ্ছে তৃনমূলের খেলা চলছেই। ওদের আর কত খেলা দেখবে মানুষ। নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক নিয়ে সিপিএমের এক নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তনুজাদেবী আক্রমনাত্মক শুরে বলেন, বামফ্রন্টের অসুবিধাটা হচ্ছে ওরা কোনোদিন কেন্দ্রে যায়নি। তাই ওরা সংবিধানের বিষয়টাই বোঝে না। সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি অনুযায়ী দেশের সরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি মিটিং হয়েছে। আগের মিটিংটা ভুবনেশ্বরে হয়েছিল। এবার নিয়ম মেনে পশ্চিমবঙ্গে হল। এতে অভিসন্ধি খোঁজার কোন মানে হয় না। বামফ্রন্ট এই মুহূর্তে একবারেই অপ্রাসঙ্গিক। ওদের কথার কোন গুরুত্ব নেই। আইনশৃঙ্খলার অবনতি