রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল শিলিগুড়ি বিজেপি।বুধবার তারা এয়ারভিউ মোড় থেকে একটি মিছিল বের করে চোর ধরো জেল ভরো স্লোগান কে সামনে রেখে মহকুমা শাসকের দপ্তরে উদ্দেশ্য রওনা দেন,কিন্ত মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়।এরপর পুলিশের বেরিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তারা।
ঠিক তখনই ওই স্হানেই অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।এরপরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজন কে আটক করে। তারপরে বিজেপি কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ তুলে ফিরে যান। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদ রাজু সাহা বলেন, সাড়া রাজ্য জুড়ে তৃণমূল নেতারা চুরির দায়ে এসএসসি টেট দুর্নীতির সাথে সাথে জড়িত হয়েছে,কোটি কোটি টাকা পাওয়া গেছে তাদের ঘর থেকে,তার সাথে গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, একের পর এক দুর্নীতি তৃণমূল নেতারা,তাদেরকে এরেস্ট করছে।কিন্ত যাদেরকে এরেস্ট করছে,তার থেকেও বেশি সংখ্যক তৃণমূল নেতারা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে,আমরা আবিলম্বে চাই তাদের গ্রেপ্তার করা হক।
এবং শিলিগুড়িতে SJDA এর ২০০ কোটি টাকার যে কেলেঙ্কারি ছিলো,সে নিয়েও জনসম্মুখে এখনও কিছু জানতে পারলো না,আমরা চাই যারা যেই সময় তৃণমূল নেতারা জড়িত ছিল,তাদের অবিলম্বে গ্রেপ্তার করা সেই বিষয় নিয়ে শিলিগুড়ি রাজপথে SDO সামনে অবস্থান বিক্ষোভ করছি।
আরও পড়ুন – ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের
উল্লেখ্য, রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল শিলিগুড়ি বিজেপি।বুধবার তারা এয়ারভিউ মোড় থেকে একটি মিছিল বের করে চোর ধরো জেল ভরো স্লোগান কে সামনে রেখে মহকুমা শাসকের দপ্তরে উদ্দেশ্য রওনা দেন,কিন্ত মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়।এরপর পুলিশের বেরিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তারা।
ঠিক তখনই ওই স্হানেই অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।এরপরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজন কে আটক করে। তারপরে বিজেপি কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ তুলে ফিরে যান। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদ রাজু সাহা বলেন, সাড়া রাজ্য জুড়ে তৃণমূল নেতারা চুরির দায়ে এসএসসি টেট দুর্নীতির সাথে সাথে জড়িত হয়েছে,কোটি কোটি টাকা পাওয়া গেছে তাদের ঘর থেকে,তার সাথে গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, একের পর এক দুর্নীতি তৃণমূল নেতারা,তাদেরকে এরেস্ট করছে।কিন্ত যাদেরকে এরেস্ট করছে,তার থেকেও বেশি সংখ্যক তৃণমূল নেতারা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে,আমরা আবিলম্বে চাই তাদের গ্রেপ্তার করা হক।