রাজ্য সরকারকে আবার কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্য সরকারকে আবার কটাক্ষ দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউটাউন (ইকোপার্ক):-
মন্ত্রী সভার রদবদল হবে এটা শুনছি। তাও সংবাদমাধ্যমের কাছ থেকে। পার্টিগতভাবে বা অফিসিয়ালি কোনো খবর নেই।
দীর্ঘদিন ধরেই প্রশাসন ঢিলেঢালা চলছে তাই সব জায়গাতেই ভুয়ো লোক ভরে গিয়েছে। এখানে ভ্যাক্সিন ভুয়ো, সার্টিফিকেট ভুয়ো, IPS, IAS ভুয়ো, মুখ্যমন্ত্রী সহ পুরো সরকারটাই ভুয়ো বলে অভিযোগ দিলীপ ঘোষের। প্রভাবশালীদের সাথে অনেকেই ছবি তুলে সুযোগ নেন। এই বিষয়ে দলীয় নেতা ও বিধায়কদের সতর্ক করা হয়েছে।
বিধানসভায় ফটাফট সব পাশ করিয়ে নিচ্ছে আলোচনা ছাড়াই। এতে কি লাভ হচ্ছে বলে প্রশ্ন তোলেন।পেট্রোলের দাম কমা উচিত। সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে। কেন্দ্র ও রাজ্য সরকার সেস কমালে পেট্রোলের দাম খানিকটা কমবে। কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম কমানোর চেষ্টা করছে। তবে সবটা সরকারের হাতে নেই।বর্ধমানে ভুয়ো সেফটি অফিসার দেব কুমার চট্টোপাধ্যায়ের সাথে বিজেপি যোগ অস্বীকার করলেন দিলীপ ঘোষ। তার বক্তব্য বিজেপি ক্ষমতায় আসবে ভেবে অনেকেই এসেছিল। তবে অভিযুক্তদের সাথে শাসকদলের অনেকের ছবি সামনে আসছে। তাই কাদের সাথে যোগাযোগ তা ভালোই বুঝতে পারছে সাধারণ মানুষ।

বিধান পরিষদ কেন দরকার হল? মুখ্যমন্ত্রী নিজের পদ থাকবে না বলেই কি ঘুরপথে তিনি মুখ্যমন্ত্রী হবেন বলে এই ব্যবস্থা করছেন। বিধানসভায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব রয়েছে। কিছু লোককে সুবিধা পাইয়ে দিতে এই ব্যবস্থা। আমরা এখন বিধান পরিষদ চাইছি না বলে পরিষ্কার করে দিলেন দিলীপ ঘোষ। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেবে তা সরকারের ব্যাপার।উপ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি বলে জানান তিনি।বিধানসভার স্পিকারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। বিশেষ করে কমিটি গঠনগুলিতে কোনো রীতি মানা হচ্ছে না। এইরকম চললে বিরোধীতা হবে বলে স্পষ্ট করে দেন তিনি।মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। তারা বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য তার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top