রাজ্য – উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। ২০২৫-২৬ অর্থবছরে অ্যাড-হক বোনাস বেড়ে হচ্ছে ৬,৮০০ টাকা, যা গতবারের তুলনায় ৮০০ টাকা বেশি। শর্তসাপেক্ষে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মীরাও এ সুবিধা পাবেন।
যোগ্যতার নিয়ম অনুযায়ী, অন্তত ছ’মাস চাকরিতে থাকা আবশ্যক, আর বেতন সীমা নির্ধারিত হয়েছে ৪৪,000 টাকা (Basic+DA)। তবে গত ছ’মাস ধরে সীমার মধ্যে থাকলে কর্মচারীও বোনাসের যোগ্য হবেন।
সরকারের নির্দেশ, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই টাকা ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে। মুসলিম কর্মীরা ঈদের আগে বোনাস পাবেন, বাকিরা ১৫–১৯ সেপ্টেম্বরের মধ্যে।
শুধু সরকারি কর্মীই নয়, চা শ্রমিকদের পুজো বোনাস ২০% করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তা দেওয়া হবে। এছাড়া ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস বেড়ে ১,১০০ টাকা হয়েছে।



















