নিজস্ব সংবাদদাতা, মালদা :- রাজ্য সরকারের অনুমতি পেলেই রেল চলাচল শুরু হবে শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে মালদার উপর দিয়ে দুটি ট্রেন চলছে পদাতিক এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল। রেল চলাচল শুরু করার জন্য প্রস্তুত, রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি পেলে রেল চলাচল শুরু করে দেওয়া যাবে , জানালেন মালদা রেলওয়ে ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার। তিনি জানান রেল বোর্ডের চেয়ারম্যানকে রাজ্যের চিফ সেক্রেটারি আপাতত রেল চলাচল বন্ধ রাখার জন্য চিঠি লিখেছেন। সেই মত অবস্থায় রেল চলাচল এখন বন্ধ রয়েছে তবে জেলাবাসীর তরফ থেকে প্রতিনিয়ত তাদের কাছে রেল চলাচলের আবেদন আসছে। হাওড়া জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেস চালানোর জন্য রীতিমতো জেলাবাসী তরফ থেকে আবেদন আসছে, কিন্তু যতক্ষণ না রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি আসছে ততক্ষণ রেল চলাচল করা সম্ভব নয় পরিষ্কার করে জানিয়ে দিলো রেল কর্তৃপক্ষ।