
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর:- রাজ্য সরকারের ডাকা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের বুধবারের পূর্ণ
লোকডাউন সফল করতে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ শহরে ব্যাপক টহলদারি শুরু করল রায়গঞ্জ থানার পুলিশ। আজ সকাল থেকেই রায়গঞ্জ শহরে কোনও দোকানপাট খোলা হয়েছে কিনা তা নজরদারি চালায় পুলিশ। কয়েকটি দোকান খোলা দেখায় সেখানে হানা দিয়ে দোকান বন্ধ করে দেওয়া পাশাপাশি লকডাউন ভাঙার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। রায়গঞ্জ শহরে লকডাউন সফল করতে কঠোর হতে দেখা যায় রায়গঞ্জ থানার পুলিশকে। রাস্তায় বের হওয়া সাধারন মানুষ ও বাইক চালকদের রাস্তা থেকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। তবে গত সপ্তাহের মতো বুধবারও উত্তর দিনাজপুর জেলায় লকডাউন ছিল সর্বাত্মক। খোলেনি কোনও দোকানপাট, বাজার, রাস্তায় চলেনি কোনও যানবাহন। দুএকজন বাইক চালককে রাস্তায় বাইক নিয়ে দেখলেই পুলিশ কঠোর ব্যাবস্থা গ্রহন করেছে।



















