নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৩ মার্চ, রাজ্য সরকার করোনা ভাইরাস ঠেকাতে আগেই ঘোষণা করেছিল ছাত্র-ছাত্রীদের বাড়িতে মিডডে মিলের খাবার পৌঁছে দেওয়ার কথা। সেই কাজ শুরু হল আজ সোমবার সকাল থেকে। বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার আশারিয়া প্রাইমারি স্কুলে সেই ছবি ধরা পড়ল।
সকাল থেকে ছাত্র প্রতি দু কেজি করে চাল দু কেজি করে আলু দেওয়ার কাজ শুরু করল স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক অভিভাবিকা স্কুল চত্বরে এসে ব্যাগে করে এক সপ্তাহের জন্য মিডডে মিলের বরাদ্দ খাবার নিয়ে যায়। যেভাবে রাজ্য সরকার গত ৪দিন ধরে লকডাউনের নির্দেশিকা জারি করেছে সেই পরিস্থিতিতে খাবার মজুতের জন্য এরূপ কর্মসূচি হাসি ফুটিয়েছে সকলের মুখে।