নিউটাউন:-মহারাজের জন্মদিনে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,সৌরভ বাংলার আইকন। শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী গেছেন ভালো কথা। রাজনীতির বাইরে অনেক ব্যক্তি আছেন তাদেরও যেন মনে রাখেন। শুধু রাজনীতির জন্য কিছু বললে মানুষ ভালো চোখে দেখেনা। হতেই পারে রাজ্যসভার সাংসদ সৌরভ হলে ভালো কথা। বাবুল সুপ্রিয় মন্ত্রিত্ব থাকাকালীন তো উনি(মুখ্যমন্ত্রী) ওনার লোকেরা গালমন্দ করেছেন এখন হাফ ছেড়ে বাঁচলেন। বাবুল সক্রিয় মন্ত্রী ছিলেন।রাজ্যের চারজন হাফ মন্ত্রী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,রাজ্যের ৪ জন মন্ত্রী হয়েছে। নতুন মুখ ,অল্পবয়স ভালো কথা। মুখ্যমন্ত্রী কি.. কেন পূর্ণমন্ত্রী করা হলো না? তার জন্য ধরনা দেবেন। উনি সেটাও পারেন। রাজ্যের আইন শৃঙ্খলা দেখুন। ভ্যাকসিন সাধারণ মানুষ পাচ্ছে না সেটা দেখুন।ভ্যাকসিন দুর্নীতি নিয়ে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,জনসংখ্যার নিরিখে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দেয় রাজ্যকে।কেন্দ্রীয় সরকার ৯০ লক্ষ ভ্যাকসিন দিচ্ছে। কিভাবে কোথায় ব্যবহার করবেন সেটা ওনারা দেখুন। তৃণমূল কংগ্রেসের পার্টির লোকেরা ভ্যাকসিন পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আত্মীয়-স্বজনেরা তো টিকা পাচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন কোথায় পাচ্ছে???

হোমের কাটমানি নিয়ে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,এতদিন আমরা বলতাম কাটমানি প্রসঙ্গ। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, এখন কোর্ট বলছে। আমার সাংসদ এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। সিন্ডিকেটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতারা এসব করে। এখন সাধারণ মানুষ জনস্বার্থ মামলা করছে তাই কোর্টের মাধ্যমে সবটা প্রকাশ্যে আসছে। সরকার কতটা দুর্নীতিবাজ তা সামনে আসছে।দলে শুভেন্দুর উত্থান এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,বিজেপিতে যোগ্য লোক যোগ্য দায়িত্ব পায়। নতুন যুবদের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনে ও নিষ্ঠাবান পরিশ্রমীদের সামনে জায়গা দেওয়া হয় ।আগামী দিনেও সেটা হবে।



















