নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি:- উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। নেত্রীর অভিযোগ রাজ্যের কোন শিল্পের ব্যবস্থা নেই। সোমবার বিমানবন্দর থেকে সোজা চলে যান রায়গঞ্জের উদ্দেশে। এদিন দলীয় কর্মসূচিতে ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবিতে বিক্ষোভ ও মিছিল। এর পাশাপাশি জেলাশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচিতেও যোগ দেবেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী এমনটাই সূত্রের খবর। আগামীকাল জলপাইগুড়িতে আর্ত – নিপীড়িত পরিবারের সাথে দেখা করার কথা রয়েছে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পালের।তার আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ এবং তিনি আরো বলেন যে হেমতাবাদের বিধায়ক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত। শাসক দলের অঙ্গুলি হেলনে বারবার বিজেপি নেতাদের পুলিশের হাতে আক্রান্ত হতে হচ্ছে বলে দাবিও করেন তিনি।