নিজস্ব সংবাদদাতা ২৮ জানুয়ারি ২০২১ বীরভূম :সিউড়িতে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিক মেলায় বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেসে। এদিন তাঁদের বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল শ্রমিক পর্ষদের ১৬২০ কোটি টাকা লুট করা হয়েছে।
এই অভিযোগ তোলা হয় তাঁদের পক্ষ থেকে এবং সিউড়ির রেডক্রস সোসাইটি থেকে একটি মিছিল করে তাঁরা আসে জেলা স্কুল মাঠ পর্যন্ত। যেখানে শ্রমিক মেলার উদ্বোধন পর্ব চলছিল তখন। যদিও পুলিশের পক্ষ থেকে শ্রমিক মেলা পর্যন্ত আসতে দেওয়া হয়নি তাঁদের, তাঁর আগেই আটকে দেওয়া হয়েছে। দু’দফায় পুলিশ মিছিল আটকায় তাঁদের। পরে সেখানে সামরিক অবস্থান-বিক্ষোভ করে বাম এবং কংগ্রেসের কর্মীরা এবং সেখান থেকেই তাঁদের এই কর্মসূচি শেষ করা হয়। পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে শ্রমিক মেলা প্রাঙ্গণে। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নন্দেশ্বর মন্ডল। এছাড়া উপস্থিত রয়েছেন বীরভূম জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।
আরও পড়ুন….রাজ্যের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি গ্রেফতার ৬