রাজ চক্রবর্তীর সহকারী পরিচালিত সিনেমার সুটিং চলছে নবাবের জেলা মুর্শিদাবাদে

রাজ চক্রবর্তীর সহকারী পরিচালিত সিনেমার সুটিং চলছে নবাবের জেলা মুর্শিদাবাদে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ চক্রবর্তীর সহকারী পরিচালিত সিনেমার সুটিং চলছে নবাবের জেলা মুর্শিদাবাদে। এই সিনেমার হিরো ভারতের অদ্রীত রায় ও হিরোইন বাংলাদেশ বিখ্যাত পূজা চেরি।
জানাগিয়েছে, চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর সহকারী বিটুলা ভট্টাচার্য পরিচালিত সিনেমা *প্রেম আমার ২* সুটিং এর প্রথম অংশ। তার পর সিনেমার জন্য উপযোগী
সুটিং কে আরও অগ্রসর করতে দ্বিতীয় অবস্থান ঠিক করা হয় সুবে বাংলার ঐতিহাসিক জেলা, নবাবের জেলা মুর্শিদাবাদে। অবস্থান ঠিক করার পরই দিন ও সময় নির্ধারিত করে শুরু হয় সুটিং।
এই সিনেমার প্রযোজক ও পরিবেশক খোদ রাজ চক্রবর্তী। এই সিনেমার টিম লিডার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ পরিচালক *মিমো হাজরা*।
জেলায় সুটিং শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর, তার পরে সুটিং চলছে জেলার সীমান্ত বর্তী এলাকা *ডোমকলে* বর্তমান।
এই সুটিং এ উপস্থিত রয়েছে, ডোমকল পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মাজেদুল সেখ, বাংলা চলচ্চিত্র জগৎ এর নামি পরিচালক রাজ চক্রবর্তীর সহকারী দুই পরিচালক বিটুলা ভট্টাচার্য ও মিমো হাজরা, চলচ্চিত্র জগতের সুপরিচিত মুখ বাবা জাদব সহ এক গুচ্ছো শিল্পীরা।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top