বিনোদন – পুজো শেষ হলেও উৎসবের আমেজ এখনও কাটেনি টলিপাড়ায়। লক্ষ্মীপুজোর পরের সন্ধ্যাতেই রাজ চক্রবর্তী ও শুভশ্রীর আরবানার বাড়িতে বসেছিল এক জমজমাট ঘরোয়া পার্টির আসর। প্রতি বছরই তাঁদের বাড়িতে এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়, আর এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রায় সব জনপ্রিয় মুখ—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা এবং মন্ত্রী পার্থ ভৌমিক সহ আরও অনেকে। হাসি-মজায় ভরা এই সন্ধ্যা ছিল একেবারে পারিবারিক আমেজে।
রাজ-শুভশ্রীর বাড়ির পার্টিতে চলল খানা-পিনা, গান-বাজনা আর অফুরন্ত আড্ডা। গিটার হাতে গলা ছেড়ে গান গাইলেন পরমব্রত, সঙ্গে বাজালেন যিশু সেনগুপ্ত। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী বাজালেন হাঁড়ি, আর সেই ছন্দে জমে উঠল মহীনের ঘোড়াগুলির গান। পরমব্রতের সঙ্গে সুর মিলিয়ে গান ধরলেন তাঁর স্ত্রী পিয়া—পুরো পরিবেশে ছড়িয়ে পড়ল এক অনাবিল উচ্ছ্বাস।
সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী নিজেই শেয়ার করেছেন সেই আনন্দঘন মুহূর্তগুলির ছবি ও ভিডিও। দেখা গেছে, তারকারা একেবারে নির্ভার মেজাজে মেতে আছেন আড্ডায়। রাজ-শুভশ্রীর ছেলে ইউভানকেও দেখা গিয়েছে পার্টিতে, এমনকি এক ফ্রেমে ধরা পড়েছে ইউভানকে কোলে নিয়ে হাসিমুখে প্রসেনজিতের ছবি।
প্রসঙ্গত, দুর্গাপুজো বা লক্ষ্মীপুজোর পর টলিউডের তারকাদের বাড়িতে এই ধরনের ঘরোয়া আয়োজনের রেওয়াজ নতুন নয়। মিমি চক্রবর্তীর বাড়িতেও সম্প্রতি হয়েছিল অনুরূপ পার্টি, যেখানে উপস্থিত ছিলেন অনিন্দ্য, কাঞ্চন ও শ্রীময়ীরা। আসলে কাজের ব্যস্ততা শুরু হওয়ার আগে এই কয়েকটা নির্ভার মুহূর্তই যেন টলিউডের তারকাদের সবচেয়ে প্রিয়। রাজ-শুভশ্রীর ঘরোয়া পার্টিতেও সেই আনন্দের রেশ ছড়িয়ে পড়ল প্রতিটি ফ্রেমে।
