রাজ-শুভশ্রীর হাত ধরে বিদেশে ইউভান কিন্তু সঙ্গে নেই ইয়ালিনি!

রাজ-শুভশ্রীর হাত ধরে বিদেশে ইউভান কিন্তু সঙ্গে নেই ইয়ালিনি!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – শহরে নেই টলিউডের ব্যস্ততম পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর অভিনেত্রী ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ১৬ এপ্রিল শহর ছেড়েছন রাজ-শুভশ্রী। লস অ্যাঞ্জেলেসে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে এসেছেন এই তারকা দম্পতি। আর তাঁদের সঙ্গী একরত্তি ইউভান। ইয়ালিনিকে বাড়িতে রেখেই ছেলেক নিয়ে লস অ্যাঞ্জেলসে এসেছেন তারকা দম্পতি। আর এখান থেকেই তাঁদের ঘোরার বেশ কিছু ছবি শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে মা-বাবার সঙ্গে দারুণ মজা করছেন ইউভান।



শুভশ্রী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে অভিনেত্রীকে খুব ক্যাজুয়াল লুকসে দেখা গিয়েছে। কালো রঙের প্যান্ট, সাদা রঙের ক্রপ টপ ও সঙ্গে সাদা জ্যাকেট। অপরদিকে, রাজ পরেছেন সাদা রঙের টি-শার্ট ও ব্লু জিনস। ছোট্ট ইউভানকে দেখা গেল কালো রঙের হুডি ও বিস্কিট রঙের প্যান্ট। মা-বাবার হাত ধরে খুব মজা করছেন ইউভান। কখনও চলে গিয়েছে লাল রঙের সারস দেখতে আবার কখনও বা ইউভান পৌঁছে গিয়েছে বেবি শার্কের কাছে। সি ওয়ার্ল্ডে নিয়ে গিয়ে ইউভান অনেক জলজ প্রাণীও দেখেছেন। ছেলেকে নিয়ে সান দিওগোতে দারুণ আনন্দ করছেন রাজ-শুভশ্রী। আর তারই মাঝে নিজেদের সেলফি নিতে ভুললেন না।অনেকেই এই পোস্ট দেখে ইয়ালিনির খোঁজ করেছেন। রাজ-শুভশ্রীর মেয়ে কোথায় তা জানতে চেয়েছেন। তবে এই সফরে ইয়ালিনিকে সঙ্গে নিয়ে আসেননি তারকা দম্পতি। সে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে রয়েছে। হয়তো ইয়ালিনি খুব ছোট বলেই এই লম্বা সফরে তাকে আনা হয়নি। কিছুদিন আগেই দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রী বিদেশেই ঘুরতে গিয়েছিলেন। প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলসের ফিল্ম ফেস্টিভ্যালে রাজের বাবলি ও সন্তান ছবি দেখানো হয়েছে। আর সেইজন্যই রাজ ও শুভশ্রীর বিদেশ সফর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top