কোচবিহার – কোচবিহারের মেখলিগঞ্জের রাণীর হাটের মোটা সন্ন্যাসী এলাকায় পাকিস্তানি টাকা পাওয়ার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এক যুবক দোকানে আসার সময় রাস্তায় কিছু পড়ে থাকতে দেখে কৌতূহলবশত হাতে তুলে নেন। তখনই তিনি দেখতে পান যে সেটি পাকিস্তানি টাকা। ওই যুবকের হাতে দুটি নোট আসে—একটি ১০০ টাকার এবং অন্যটি ১০ টাকার।
যুবকটি হঠাৎ রাস্তায় পাকিস্তানি টাকা পেয়ে হতবাক হয়ে যান। তবে নোটগুলি আসল নাকি নকল, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। রাতের বেলায় বিষয়টি তেমনভাবে জানাজানি না হলেও সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। পাকিস্তানি টাকা দেখার জন্য আশপাশের বহু মানুষ সেখানে ভিড় করতে শুরু করেন।
ঘটনার খবর পেয়ে বিষয়টি মেখলিগঞ্জ থানায় জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি টাকা কীভাবে সেখানে এলো এবং নোটগুলি আসল নাকি নকল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর এলাকায় কৌতূহল এবং আতঙ্ক দুই-ই ছড়িয়ে পড়েছে।
