জলপাইগুড়ি – ডুয়ার্সের বিন্নাগুরি, বানারহাট এবং গয়েরকাটার একাধিক গ্রাম রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে বিন্নাগুড়ির এসএম কলোনি, হাতিনালা এবং আশেপাশের অন্যান্য এলাকা জলে ডুবে মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে।
বৃষ্টির জেরে গ্রামীণ রাস্তাঘাটে জল জমে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবারের মানুষজন নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পানি বাড়ার কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যার সৃষ্টি হয়েছে, এছাড়াও বাড়িঘরে জল ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের পরিস্থিতিতে তাদের জীবিকা ও যাতায়াতে বড় ধরনের সমস্যা হচ্ছে।
