
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ শে সেপ্টেম্বরঃ দিন কয়েক ধরে চলছে একনাগাড়ে বৃষ্টি, বৃষ্টির জেরে ব্রিজের ওপর এক কোমর জল, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের।সিউড়ি থেকে কোমা, জানুয়ারি ভগিরথপুর সহ ১০ থেকে ১২ টি গ্রামে যাতায়াতের একমাত্র প্রধান রাস্তা সিউড়ি বনসংখ্যা রাস্তা। আর এই রাস্তার ওপরে রয়েছে সিউড়ি শহরের মেন ক্যানেল, গতকালের ঘন্টা দুয়েকের বৃষ্টিতেই কার্যত ব্রিজের উপর এক কোমর জল। ফলে স্বাভাবিকভাবেই যাতায়াত বন্ধ হয়ে পড়েছে বহু মানুষের, যেতে হচ্ছে ঘুরপথে। বহু ছাত্র-ছাত্রী যেতে পারছে না স্কুল-কলেজে, যাতায়াতের যে রাস্তা রয়েছে তাও বেশ খানিকটা ঘুরপথে।



















