দীপাবলির রাতে শিলিগুড়িতে ভয়াবহ আগুন, ভস্মীভূত চারটি দোকান । আগুনের জেরে ভষ্মিভূত চারটি দোকান, মৃত্যু দোকানের কর্মচারী। দীপাবলি উপলক্ষে গোটা দেশে যখন আলোর উৎসব পালন হচ্ছে ঠিক তখনই শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে আগুনের জেরে ভষ্মিভূত হল চারটি দোকান।
ঘটনার খবর পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে আগুনের তীব্রতা এতই ছিল যে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারটি দোকানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরপর থাকা দুটি হোটেল, চায়ের দোকান ও সেলুন দোকানভস্মিভূত হয়ে যায়।
আর ও পড়ুন সুব্রত মুখোপাধ্যায়ের চলে যাওয়া বাংলার রাজনীতির বড়ো ক্ষতি, বললেন দিলীপ ঘোষ
জানা গিয়েছে,আগুনের গ্রাসে একটি হোটেলে থাকা কর্মচারীর মৃত্যু হয়। ম্র্মৃত ওই কর্মচারীর নাম রাম বাবু। সে বিহারের বাসিন্দা। স্থানীয়দের অনুমান, দীপাবলির দিন প্রদীপের আগুন থেকে এই আগুন লেগে যেতে পারে।
উল্লেখ্য, দীপাবলির রাতে শিলিগুড়িতে ভয়াবহ আগুন, ভস্মীভূত চারটি দোকান । আগুনের জেরে ভষ্মিভূত চারটি দোকান, মৃত্যু দোকানের কর্মচারী। দীপাবলি উপলক্ষে গোটা দেশে যখন আলোর উৎসব পালন হচ্ছে ঠিক তখনই শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে আগুনের জেরে ভষ্মিভূত হল চারটি দোকান। ঘটনার খবর পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন।
নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে আগুনের তীব্রতা এতই ছিল যে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারটি দোকানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরপর থাকা দুটি হোটেল, চায়ের দোকান ও সেলুন দোকানভস্মিভূত হয়ে যায়। জানা গিয়েছে,আগুনের গ্রাসে একটি হোটেলে থাকা কর্মচারীর মৃত্যু হয়। ম্র্মৃত ওই কর্মচারীর নাম রাম বাবু। সে বিহারের বাসিন্দা। স্থানীয়দের অনুমান, দীপাবলির দিন প্রদীপের আগুন থেকে এই আগুন লেগে যেতে পারে।
দীপাবলির রাতে শিলিগুড়িতে ভয়াবহ আগুন, ভস্মীভূত চারটি দোকান । আগুনের জেরে ভষ্মিভূত চারটি দোকান, মৃত্যু দোকানের কর্মচারী। দীপাবলি উপলক্ষে গোটা দেশে যখন আলোর উৎসব পালন হচ্ছে ঠিক তখনই শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে আগুনের জেরে ভষ্মিভূত হল চারটি দোকান। ঘটনার খবর পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে আগুনের তীব্রতা এতই ছিল যে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারটি দোকানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরপর থাকা দুটি হোটেল, চায়ের দোকান ও সেলুন দোকানভস্মিভূত হয়ে যায়। আগুনের গ্রাসে একটি হোটেলে থাকা কর্মচারীর মৃত্যু হয়। ম্র্মৃত ওই কর্মচারীর নাম রাম বাবু। সে বিহারের বাসিন্দা। স্থানীয়দের অনুমান, দীপাবলির দিন প্রদীপের আগুন থেকে এই আগুন লেগে যেতে পারে।