রাতের অন্ধকারে ভাঙা পড়ল বেআইনি নির্মাণ-বাদ গেল না কংগ্রেস পার্টি অফিসও – নেপথ্যে কল্যাণী পুরসভা!

রাতের অন্ধকারে ভাঙা পড়ল বেআইনি নির্মাণ-বাদ গেল না কংগ্রেস পার্টি অফিসও – নেপথ্যে কল্যাণী পুরসভা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাতের অন্ধকারে ভাঙা পড়ল বেআইনি নির্মাণ-বাদ গেল না কংগ্রেস পার্টি অফিসও – নেপথ্যে কল্যাণী পুরসভা! নদিয়ার কল্যাণী ২ নম্বর বাজারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বে আইনী নির্মাণ,সাথে কংগ্রেসের পার্টি অফিসও।অন্যদিকে,পুরসভা সূত্রের খবর অনুযায়ী,কল্যাণী ২ নম্বর বাজারের দোকানগুলির সামনে ড্রেন করার জায়গা আছে । কিন্তু জনগণের অভিযোগ, দোকানদাররা সেই ড্রেনের জায়গায় বেআইনি নির্মাণ করেছেন।এমনকি অনেক দোকানদার নাকি দোকানের সামনে রীতিমতো প্লাস্টার করে বাঁধিয়ে ফেলেছেন।

 

তবে কল্যাণী পুরসভা সূত্রের খবর,যেটুকু জায়গা দোকানদাররা বেআইনিভাবে নির্মাণ করেছেন শুধু সেইটুকু অংশই ভাঙা হয়েছে।কিন্তু এক দোকানদার স্বপন সাহার বক্তব্য,কেন রাতের অন্ধকারেই ভাঙা হল বেআইনি নির্মাণ? তাঁর অভিযোগ, “বিনা নোটিশেই ভাঙা হয়েছে দোকানের সামনের অংশ।”এই প্রসঙ্গে কল্যাণী পুরসভার পূর্ত দফতরের ‘চেয়ারম্যান-ইন-কাউন্সিল’ অরূপ মুখোপাধ্যায় বলেন, “সকালে বাজারে জনসমাগন থাকে। তাই রাতে বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে।

 

এছাড়া দোকানদারদের মৌখিক ভাবে, মাইকিং করে জানানো হয়েছে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য। দেওয়া হয়েছে সময়ও। কিন্তু অনেকেই তাতে গুরুত্ব দেননি। তাই তাঁদের দোকানের সামনের বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসের নেতাদেরও বলা হয়েছিল পার্টি অফিস সরিয়ে নিতে। তারাও কর্ণপাত করেননি। তাই ভাঙা হয়েছে পার্টি অফিসও।”

 

তিনি আরো জানান, “ড্রেনের জায়গায় অবৈধ নির্মাণের অংশটুকুই ভাঙা হয়েছে। ক্লিন সিটি গড়ার একমাত্র লক্ষ্য কল্যাণী পুরসভার।” আবার সূত্রের খবরে এও জানা যাচ্ছে যে, এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলায় খুশি অনেকেই। কারণ,এ ক্ষেত্রে তাঁরা জানাচ্ছেন,ভালো কাজের জন্য এবং কল্যাণী শহরকে নির্মল শহর গড়ে তুলতে তারা সবসময় কল্যাণী পুরসভার পক্ষে থাকবেন।

 

উল্লেখ্য, নদিয়ার কল্যাণী ২ নম্বর বাজারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বে আইনী নির্মাণ,সাথে কংগ্রেসের পার্টি অফিসও।অন্যদিকে,পুরসভা সূত্রের খবর অনুযায়ী,কল্যাণী ২ নম্বর বাজারের দোকানগুলির সামনে ড্রেন করার জায়গা আছে । কিন্তু জনগণের অভিযোগ, দোকানদাররা সেই ড্রেনের জায়গায় বেআইনি নির্মাণ করেছেন।এমনকি অনেক দোকানদার নাকি দোকানের সামনে রীতিমতো প্লাস্টার করে বাঁধিয়ে ফেলেছেন।

আরও পড়ুন  গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

তবে কল্যাণী পুরসভা সূত্রের খবর,যেটুকু জায়গা দোকানদাররা বেআইনিভাবে নির্মাণ করেছেন শুধু সেইটুকু অংশই ভাঙা হয়েছে।কিন্তু এক দোকানদার স্বপন সাহার বক্তব্য,কেন রাতের অন্ধকারেই ভাঙা হল বেআইনি নির্মাণ? তাঁর অভিযোগ, “বিনা নোটিশেই ভাঙা হয়েছে দোকানের সামনের অংশ।”এই প্রসঙ্গে কল্যাণী পুরসভার পূর্ত দফতরের ‘চেয়ারম্যান-ইন-কাউন্সিল’ অরূপ মুখোপাধ্যায় বলেন, “সকালে বাজারে জনসমাগন থাকে। তাই রাতে বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top