নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৩ শে আগস্ট : রাতের অন্ধকারে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল তিন যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মহেশপুর খাঁনডাঙ্গা এলাকার।
তিন জনকেই বেঁধে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলেও বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত তিন যুবকের নাম আহমদ খাঁন বাড়ি গড়বেতা থানার বরডিহা গ্রামে, সাদক আলি বাড়ি কেশপুর থানার নেড়াদেউলে এবং সেখ সাইফুদ্দিন বাড়ি চন্দ্রকোনা থানার খিড়কিবাজার এলাকায়।স্থানীয়দের থেকে খবর পেয়ে তিন জনকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গড়বেতা ও চন্দ্রকোনা থানা এলাকার কয়েকটি জায়গা থেকে গরু চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে। স্থানীয় সূত্রেও খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকা থেকে গরু চুরি হচ্ছিল। গতকাল রাতে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীরা ধরে ফেলে এই তিন যুবককে।