রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মন্দিরের সামগ্রী

রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মন্দিরের সামগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর২৪পরগনা, ১৪ নভেম্বর,   পরপর দুটি মন্দিরে চুরি। সিসিটিভিতে বন্দী হয়েছে সমস্ত চুরির ঘটনা।তারই জেরে আতঙ্কে সাধারন মানুষ।ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বনবনিয়া চন্ডিতলা এলাকায়।

সব ছেরে এখন চোরের টার্গেট মন্দির। রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মন্দিরের সামগ্রী। একই এলাকায় পরপর দুতি মন্দিরে চুরি। তারমধ্যে একটি বারির মন্দির ও অন্যটি বারোআরি মন্দির। পরপর দুটি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ অশোকনগর বাসীন্দারা।মনসা মন্দির থেকে কিছু সোনাদানা এবং কিছু রুপোর জিনিস নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। আর তার পাশেই চন্ডী মন্দির, বারোয়ারী মন্দির সেখান থেকে ক্যাশ বাক্স থেকে প্রনামীর টাকা নিয়ে চম্পট দেয়। সিসিটিভি তে দেখা যাচ্ছে দুটি স্কুটিতে করে পাঁচজন এসেছিল। প্রত্যেকেই হেলমেট পরে আছে। এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top