নিজস্ব সংবাদদাতা ১১ অক্টোবর ২০২০ পূর্ব মেদিনীপুর : রাতের অন্ধকারে প্লাস্টিক কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিয়াদা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোর তিনটে নাগাদ হঠাৎই প্লাস্টিক কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। মুহুর্তের মধ্যেই এই আগুন ভয়াবহ আকৃতি নেয়। জানা গেছে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুন লাগার ফলে, তবে কি কারণে এই আগুন তা এখনো পর্যন্ত জানা যায় নি। এই ঘটনার তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ, অন্য দিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।