
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২০ শে ফেব্রুয়ারি : নিমতার ফতুল্লাপুরে রাতের অন্ধকারে বহুমূল্য গাছ কেটে পাচারের অভিযোগ। জানা গিয়েছে, ওই এলাকায় একটি আই আই টি কলেজ হওয়ার কথা। আর এই কলেজ তৈরির কাজকে কেন্দ্র করে একদল দুস্কৃতি ওই এলাকায় গাছ কাটার কাজ চলছে। অভিযোগ সুরজ ও আলম নামে দুই যুবকের নেতৃত্বে এই বেআইনি কাজ চলছে। আজ সকালে নিমতা থানায় খবর দেওয়া হয়। নিমতা থানার পুলিশ এসে সুরজ ও আলমকে আটক করে নিয়ে যায়।



















