
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ৩০ শে আগস্ট : রাতের শহরে আগুন লাগার ঘটনায় ডালহৌসি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবার দমকল কর্মী জানিয়েছেন, রাত আড়াইটা নাগাদ ৫৩ নম্বর এন এস রোডে একটি বাড়ির চারতলা মিটার বক্সে হঠাৎ করে আগুন লেগে যায়। কি কারণে আগুন লেগেছে তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।