
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৭ মে, বীরভূমের সিউড়ির তিলপাড়া গ্রাম সংলগ্ন একটি রাস্তাতে উদ্ধার আস্ত কচ্ছপ। লকডাউনকে সম্পূর্ণরূপে কার্যকরী করতে রাতের শহরে যখন পুলিশ কড়া ভাবে টহলদারি চালাচ্ছে, ঠিক তখনই রাস্তা পারাপারের সময় পুলিশের নজরে আসে একটি কচ্ছপ। প্রথমে পুলিশ বুঝতে পারেনি ওটা কচ্ছপ, প্রথমে পুলিশ ভেবেছিল কোন পাথর জাতীয় কিছু হবে। পাথরটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল পুলিশ, যাতে কোন মানুষের ক্ষতি না হয় রাস্তা পারাপারের সময় ওই পাথর থেকে। সেই পাথরের কাছে যেতেই পুলিশের নজরে আসে সেটা পাথর নয়, ওইটা একটা কচ্ছপ। সেটা পুলিশের গাড়ির লাইট দেখে সেটা রাস্তার মধ্যে ভয় গুটিসুটি মেরে দাঁড়িয়ে পড়েছে।
এরপর ওই কচ্ছপটিকে সেখান থেকে উদ্ধার করে ট্রাফিক ওসি সুমন প্রামাণিক এবং সেই কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে দিয়ে আসে ট্রাফিক ওসি সুমন প্রামাণিক। গতকাল পুনর্বাসন দেওয়া হবে অনুকূল পরিবেশে।



















