রাতে অভিযান চালিয়ে ২২-২৪ টি নথিবিহীন, ওভারলোড গাড়ি আটক

রাতে অভিযান চালিয়ে ২২-২৪ টি নথিবিহীন, ওভারলোড গাড়ি আটক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৬শে জুলাই : রাতে অভিযান চালিয়ে ২২-২৪ টি নথিবিহীন, ওভারলোড বালি ,মোরাম গাড়ি আটক করল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। গতকাল রাতে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের বিএলআরও এবং ঘাটাল এসডিএলআরও র নেতৃত্বে এই অভিযান চালনো হয়। চন্দ্রকোনা ১ নং ব্লকের বিএলআরও কৌশিক সাহা জানান, চন্দ্রকোনা এক ব্লকের তরফে গতকাল অভিযানে মোট ২২-২৪ টি মাল বোঝাই গাড়ি আটক করে ক্ষীরপাই কিষান মান্ডীতে রাখা হয়। গাড়ি গুলিতে বালি, মোরাম ও পাথর বোঝাই ছিল, এদের কোনওটাই বৈধ নথি নেই, তো আবার কোনওটা অভারলোড ছিলো। গাড়িগুলি থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় করা হবে বলে জানানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top