জলপাইগুড়ি শহরে রাতে সক্রিয় দুষ্কৃতীরা। পুড়লো গাড়ি, আতঙ্ক এলাকায়। রাতের অন্ধকারে চার চাকার একটি ছোট গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনি এলাকায়। গাড়িটি আগুনে সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। যদিও কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না গাড়ির মালিক তপন শীল। তিনি জানান, গাড়িটি প্রতিদিনই বাড়ির ভেতরে রাখা হয়। তবে এদিন বাড়ির সামনেই রাস্তার পাশে রাখা ছিল।
গভীর রাতে প্রতিবেশীদের চিৎকার শুনে তারা দেখতে পান গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। কেউ ইচ্ছে করে এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন গাড়ির মালিক তপন শীল। বলেন, এর আগেও তাদের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। আরও একটি গাড়ি পুড়োনোর চেষ্টা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – আসানসোল আদালতে নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত সৎ বাবা
উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে রাতে সক্রিয় দুষ্কৃতীরা। পুড়লো গাড়ি, আতঙ্ক এলাকায়। রাতের অন্ধকারে চার চাকার একটি ছোট গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনি এলাকায়। গাড়িটি আগুনে সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। যদিও কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না গাড়ির মালিক তপন শীল। তিনি জানান, গাড়িটি প্রতিদিনই বাড়ির ভেতরে রাখা হয়।
তবে এদিন বাড়ির সামনেই রাস্তার পাশে রাখা ছিল। গভীর রাতে প্রতিবেশীদের চিৎকার শুনে তারা দেখতে পান গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। কেউ ইচ্ছে করে এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন গাড়ির মালিক তপন শীল। বলেন, এর আগেও তাদের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। আরও একটি গাড়ি পুড়োনোর চেষ্টা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।