রাত পোহালেই বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ঃ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি. রাত পোহালেই বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর দুটোয় বর্ধমান শহরের হেলথ সিটির মাঠে আয়োজিত জনসভাস্থল থেকে ২২ জন কৃষককে সম্মান প্রদান করবেন তিনি। তার আগে রবিবার জোড়কদমে চলছে সভাস্থলের শেষ মুহুর্তের প্রস্তুতি। সকাল থেকেই দফায় দফায় চলছে প্রশাসনিক কর্তাদের সভাস্থল পরিদর্শনের কাজ।
রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, পুলিশ সুপার কামনাশিষ সেন সহ জেলার উচ্চ আধিকারিকরা। সভাস্থলে আগত ব্যক্তিদের জন্য তিনিটি বড় বড় শেড তৈরীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য তৈরী হচ্ছে হেলিপ্যাড। রবিবার দুপুরে গোদার সভাস্থলে পরীক্ষামূলক ভাবে নামে হেলিকপ্টার, তাতেই আসেন মুখ্যমন্ত্রীর মুখ্য নিরাপত্তা অফিসার বিবেক শহায়। তিনি সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিন মুখ্যমন্ত্রী সারা রাজ্যব্যাপি কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে চলতি খারিফ মরশুমের জন্য ৮৯ লক্ষ কৃষককে মোট ২৩৮৫ কোটি টাকা সহায়তা প্রকল্পের শুভারম্ভ করবেন বর্ধমানের সভাস্থল থেকেই।
আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ
এর পাশাপাশি কৃষি যন্ত্রায়ণ, কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে মৃত্যুজনিত সহায়তা, বাংলা কৃষি সেচ যোজনা, কৃষি পরিকাঠামো তহবিল সহ অন্যান্য সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত উপভোক্তাদের সরাসরি সহায়তা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কৃষক সম্মান প্রদান অনুষ্ঠানকে ঘিরে পূর্ব বর্ধমান জেলার মানুষের মধ্যে চরম উদ্দীপনা শুরু হয়েছে।
জেলার ২৩ টি ব্লকের প্রতিটি ব্লককে ২৫ টি করে বাস দেওয়া হয়েছে যাতে উৎসাহী মানুষরা মুখ্যমন্ত্রীর জনসভায় আসতে পারেন। আনুমানিক ১ লক্ষ মানুষ এই জনসভায় যোগদান করবেন বলে আশাবাদী শম্পাদেবী। জনসভায় পর্যাপ্ত পানীয় জল, অ্যাম্বুলেন্স, চিকিৎসার ব্যবস্থা থাকবে বলেও এদিন জানিয়েছেন তিনি। যদিও সপ্তাহের প্রথম দিন জেলায় ২৩ টি ব্লকে ব্লক প্রতি ২৫ টি করে লাইন বাসের ব্যবস্থা করায় দৈনিন্দিন যাতায়াতের প্রায় ৫৭৫ টি বাস তুলে নেওয়ায় স্কুল কলেজ অফিস কাছারি যাতায়াতে কিম্বা অন্যান্য বেসরকারি সেক্টরগুলিতে যাতায়াতে বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।