নামখানা রাধানগরে বিরল প্রজাতির মাছ দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি। সাত সকালে নামখানা রাধানগরে বিরল প্রজাতির মাছ দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি খবর বনদপ্তরে। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা রাধানগর ডীঙ্গল পোতা এলাকায় খালে স্থানীয় এক মৎস্যজীবী ইলিশ জাল বসায়। কিছুক্ষণ পরে জাল তুলতে গিয়ে তিনি দেখেন একটি রংবেরঙের বিরল প্রজাতির মাছ সেই জলে আটকে আছে।
তখন তিনি স্থানীয় লোক জনকে বলে এবং মাছটিকে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কয়েক জনের কথায় শেষ পর্যন্ত মাছটিকে ছেড়ে না দিয়ে এলাকায় নিয়ে আসে, মাছের খবর খুব তাড়াতাড়ি এলাকায় রটে যায় ।মাছ দেখার জন্য আস্তে আস্তে এলাকার মানুষজন ভিড় করতে থাকে খবর দেওয়া হলে বনদপ্তরের লোকজন এসে মাছটিকে নিয়ে যায়। তবে এই সর্বপ্রথম এই এলাকায় দেখা গেল এই বিরল প্রজাতির মাছ।
উল্লেখ্য,নামখানা রাধানগরে বিরল প্রজাতির মাছ দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি। সাত সকালে নামখানা রাধানগরে বিরল প্রজাতির মাছ দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি খবর বনদপ্তরে। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা রাধানগর ডীঙ্গল পোতা এলাকায় খালে স্থানীয় এক মৎস্যজীবী ইলিশ জাল বসায়। কিছুক্ষণ পরে জাল তুলতে গিয়ে তিনি দেখেন একটি রংবেরঙের বিরল প্রজাতির মাছ সেই জলে আটকে আছে।
আর ও পড়ুন টাকি পৌরসভা দখলের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস
তখন তিনি স্থানীয় লোক জনকে বলে এবং মাছটিকে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কয়েক জনের কথায় শেষ পর্যন্ত মাছটিকে ছেড়ে না দিয়ে এলাকায় নিয়ে আসে, মাছের খবর খুব তাড়াতাড়ি এলাকায় রটে যায় ।মাছ দেখার জন্য আস্তে আস্তে এলাকার মানুষজন ভিড় করতে থাকে খবর দেওয়া হলে বনদপ্তরের লোকজন এসে মাছটিকে নিয়ে যায়। তবে এই সর্বপ্রথম এই এলাকায় দেখা গেল এই বিরল প্রজাতির মাছ।
নামখানা রাধানগরে বিরল প্রজাতির মাছ দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি। সাত সকালে নামখানা রাধানগরে বিরল প্রজাতির মাছ দেখতে এলাকার মানুষের হুড়োহুড়ি খবর বনদপ্তরে। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা রাধানগর ডীঙ্গল পোতা এলাকায় খালে স্থানীয় এক মৎস্যজীবী ইলিশ জাল বসায়। কিছুক্ষণ পরে জাল তুলতে গিয়ে তিনি দেখেন একটি রংবেরঙের বিরল প্রজাতির মাছ সেই জলে আটকে আছে।
তখন তিনি স্থানীয় লোক জনকে বলে এবং মাছটিকে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু কয়েক জনের কথায় শেষ পর্যন্ত মাছটিকে ছেড়ে না দিয়ে এলাকায় নিয়ে আসে, মাছের খবর খুব তাড়াতাড়ি এলাকায় রটে যায় ।মাছ দেখার জন্য আস্তে আস্তে এলাকার মানুষজন ভিড় করতে থাকে খবর দেওয়া হলে বনদপ্তরের লোকজন এসে মাছটিকে নিয়ে যায়। তবে এই সর্বপ্রথম এই এলাকায় দেখা গেল এই বিরল প্রজাতির মাছ।