রাধারূপে মা লক্ষ্মী! রাত জেগে নিজ হাতে দেবীকে সাজালেন অপরাজিতা আঢ্য

রাধারূপে মা লক্ষ্মী! রাত জেগে নিজ হাতে দেবীকে সাজালেন অপরাজিতা আঢ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – প্রতি বছর কোজাগরী লক্ষ্মীপুজোয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়ি সাজে উৎসবের আলোয়। পুজোর আয়োজনের ভার থাকে অপরাজিতা ও তাঁর শাশুড়ির হাতে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গোলাপি ঘাগরায় রাধারূপে সেজেছেন অপরাজিতার বাড়ির লক্ষ্মী। গড়িয়াহাটের দোকান জলমগ্ন হলেও অভিনেত্রীর অনুরোধে দোকানি পোশাক দেখান, আর সেখান থেকেই বেছে নেন এই সাজ। রাত আড়াইটে পর্যন্ত জেগে নিজের হাতে সাজান দেবীকে।

অভিনেত্রীর পুজো ঘিরে ইন্ডাস্ট্রিতে উৎসাহ চরমে—অনেকে আসেন ভোগ খেতে। এ বছর ভোগের মেনুতে থাকছে খিচুড়ি, পোলাও, তরকারি, চাটনি, মিষ্টি ও পায়েস। তবে সকলের নজর কাড়ে অপরাজিতার ঐতিহ্যবাহী সাজ—লালপেড়ে সাদা শাড়ি, বড় নথ, বড় সিঁদুরের টিপ। সংসার, অভিনয় ও নাচের স্কুলের ব্যস্ততা সামলেও প্রতি বছর নিজের হাতে সম্পূর্ণ পুজোর দায়িত্ব পালন করেন অভিনেত্রী। করোনা-পরবর্তী সময় থেকে আর নির্জলা উপবাস নয়—ফল ও ছাতুর শরবত খেয়েই সারেন পুজোর কাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top