Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Two India-bound planes face off on the runway at Dubai Airport

দুবাই এয়ারপোর্টের রানওয়েতে মুখোমুখি ভারতগামী দুটি বিমান

দুবাই এয়ারপোর্টের রানওয়েতে মুখোমুখি ভারতগামী দুটি বিমান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রানওয়েতে

দুবাই এয়ারপোর্টের রানওয়েতে মুখোমুখি ভারতগামী দুটি বিমান । প্রাণ বাঁচল বহু মানুষের।  সামান্য অসতর্ক হলেই  ধাক্কা লাগত ভারতের দিকে আসা  দুই বিমানের। দুবাই এয়ারপোর্টের রানওয়েতে মুখোমুখি হয়ে পড়েছিল এমিরেটস সংস্থার দুটি বিমান। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ভাগ্যক্রমে।  দুবাই থেকে হায়দরাবাদগামী ইকে-৫২৪ বিমানের টেক অফ করার কথা ছিল রাত ৯টা ৪৫ মিনিটে। ঠিক ৫ মিনিট পরেই দুবাই থেকে বেঙ্গালুরুগামী ইকে-৫৬৮ বিমানের রওনা হওয়ার কথা।

 

এই দুটি বিমানই একই রানওয়েতে এসে পড়ে। দুবাই-হায়দরাবাদ বিমানটি নির্ধারিত সময়ে ৩০আর রানওয়ে হাজির হয়। টেক অফ করতে গিয়ে বিমানের ক্রু-মেম্বাররা খেয়াল করেন আর একটি বিমান একই দিকে ধেয়ে আসছে প্রবল গতিতে। তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে টেক অফ বাতিল করা হয়।

 

হায়দরাবাদগামী বিমানটি গতি কমিয়ে ট্যাক্সিওয়ে এন৪ ধরে সরে যায়। এটিসি-র হস্তক্ষেপের পর বেঙ্গালুরুগামী বিমানটি আগে উড়ান দেয়। তার কিছুক্ষণ পর টেক অফ করে হায়দরাবাদগামী বিমানটি। এই ঘটনা ৯ জানুয়ারির। এমিরেটস সংস্থার তরফে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

 

আর ও পড়ুন    রাজ্যে করোনা বিধি নিষেধ জারি থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত

 

জানা গেছে, দুটি বিমানের টেক অফের জন্যই ৩০আর রানওয়ে বরাদ্দ করা হয়েছিল। অথচ তাদের টেক অফের সময়ান্তর ছিল মাত্র ৫ মিনিট।  আর একটু হলেই ধাক্কা লাগত ভারতের দিকে আসা  দুই বিমানের। দুবাই এয়ারপোর্টের রানওয়েতে মুখোমুখি হয়ে পড়েছিল এমিরেটস সংস্থার দুটি বিমান। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে ভাগ্যক্রমে।  দুবাই থেকে হায়দরাবাদগামী ইকে-৫২৪ বিমানের টেক অফ করার কথা ছিল রাত ৯টা ৪৫ মিনিটে। ঠিক ৫ মিনিট পরেই দুবাই থেকে বেঙ্গালুরুগামী ইকে-৫৬৮ বিমানের রওনা হওয়ার কথা।

 

এই দুটি বিমানই একই রানওয়েতে এসে পড়ে। দুবাই-হায়দরাবাদ বিমানটি নির্ধারিত সময়ে ৩০আর রানওয়ে হাজির হয়। টেক অফ করতে গিয়ে বিমানের ক্রু-মেম্বাররা খেয়াল করেন আর একটি বিমান একই দিকে ধেয়ে আসছে প্রবল গতিতে। তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে টেক অফ বাতিল করা হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top