নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২৬ শে মে :বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে একই পরিবারের দুই মহিলা সহ চার সদস্যকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার জয়পুর পশ্চিম পাড়ায় গতরাতে। এই ঘটনায় আহতদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী হবিবপুরের বিভিন্ন এলাকায় ভালো ফল করেছে বিজেপি।
বিজেপির অভিযোগ, আর সেই কারণে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা।যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।