রানাঘাটে মোদির সভার আগে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ, এসআইআর বিতর্কের আবহে উত্তেজনা

রানাঘাটে মোদির সভার আগে ‘গো ব্যাক মোদি’ পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ, এসআইআর বিতর্কের আবহে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – বাংলায় এখন এসআইআর পর্ব অব্যাহত রয়েছে, আর তার প্রেক্ষাপটে বিপুল সংখ্যক মতুয়াদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে শনিবার রানাঘাটের তাহেরপুরে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ, তাঁদের ভোটাধিকারের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ছেলাছোলা হয়েছে।
আজ সকালে সকলের নজরে এসেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সড়কে ‘গো ব্যাক মোদি’ লেখা পোস্টার। চাকদহের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে ছাপা এই পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। পোস্টারে সরাসরি বিজেপিকে প্রশ্ন করা হয়েছে, ৫,১৯,৭৩২ জন মতুয়াদের কেন ধোকা দেওয়া হল। যদিও পোস্টার কে বা কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিপরীত দিক থেকে বিজেপি নেতা-কর্মীরা এই পোস্টার ছিঁড়ে প্রতিবাদ দেখিয়েছেন। বিজেপি দাবি করেছে, পোস্টারটি তৃণমূল লাগিয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সঙ্গে এই পোস্টারের কোনও যোগ নেই। মতুয়া সম্প্রদায়ের ক্ষোভই পোস্টারের পেছনের মূল কারণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতেও আগাম বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সব সীমা অতিক্রম করেছে। এই পরিস্থিতিতেই বাংলার মানুষের কাছে বিজেপির প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে।’
এছাড়া, তৃণমূল কংগ্রেস এই এলাকায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে যাতে মতুয়াদের বিভ্রান্ত করা না যায়।
সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমান শনিবার সকালেই কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে তিনি তাহেরপুর হয়ে নেতাজি পার্ক ময়দানের সভাস্থলে পৌঁছাবেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার চার লেনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার শিলান্যাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top