
রক্ত দান মহৎ দান। তাই রানাঘাট পৌরসভা তে বৃহস্পতিবার সন্ধ্যায় রক্ত দান করেন শুধু মহিলারা ।একমাএ পৌরপিতা ছেলে হিসেবে রক্ত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এই রক্ত দান শিবিরের উৎসাহিত হয়ে মহিলাদের আগমন ঘটে ছিল। মহিলা কাউন্সিলার ও রক্ত দান করেন। ৭৩ জন মহিলা শিবিরে রক্ত দান করেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক পৣসেনজিৎ চঞবতী, পৌরপিতা পাথসারথী চ্যাটার্জি, সমাজসেবী তৃণমূল এর নেততী রিক্তা কুনডু সহ কাউন্সিলার বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।



















