দ্বিতীয়বার মা হতে চান রানি, কিন্ত বাধা কোথায়? সফল অভিনেত্রী তিনি, তেমনই সুখী সংসারী। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে সচরাচর মুখ খোলেননি রানি মুখার্জি। মেয়ে আদিরা হওয়ার কয়েকবছর পর গুঞ্জন রটে দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। কিন্তু সেই গুঞ্জন নিয়ে সম্প্রতি খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী।
‘বান্টি অউর বাবলি ২’-এর প্রচারে কপিল শর্মা-র শো’তে এসে ব্যক্তিগত জীবন ও আদিরাকে নিয়ে মন্তব্য করলেন রানি। জানালেন মাত্র ছয় বছর বয়েসেই পরিবারের উপর ছড়ি ঘোরায় আদিরা। এই প্রসঙ্গে রানি মন্তব্য করেন, ‘আমি তো চাই যে কেউ আসুক যে আদিরার রাজত্ব একটু ভাগ বসাক, কিন্তু আমার বর রাজি হচ্ছে না কী করব… একজন ছোট্ট কেউ এলে তবেই তো আদিরা বুঝবে।’
আরও পড়ুন – স্ত্রীর কাছে স্বামীর কোন কোন স্বভাব বিরক্তিকর?
রানি আরও বলেন, তিন থেকে চার হওয়ার পরিকল্পনা তাঁদের রয়েছে। তবে সঠিক দিনক্ষণ এখনও কিছু প্রকাশ করেননি রানি। তবে রানির হাস্যোজ্জ্বল মুখ আর ইঙ্গিতপূর্ণ বক্তব্যেই তোলপাড় নেট মাধ্যম।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইতালিতে গিয়ে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানি। পরের বছর মেয়ে আদিরা তাঁর কোলজুড়ে জন্ম নেয়। এবার দ্বিতীয়বার মা হতে চান, একথাই স্বীকার করে নিলেন সর্বসমক্ষে।
উল্লেখ্য, দ্বিতীয়বার মা হতে চান রানি, কিন্ত বাধা কোথায়? সফল অভিনেত্রী তিনি, তেমনই সুখী সংসারী। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে সচরাচর মুখ খোলেননি রানি মুখার্জি। মেয়ে আদিরা হওয়ার কয়েকবছর পর গুঞ্জন রটে দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। কিন্তু সেই গুঞ্জন নিয়ে সম্প্রতি খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী। ‘বান্টি অউর বাবলি ২’-এর প্রচারে কপিল শর্মা-র শো’তে এসে ব্যক্তিগত জীবন ও আদিরাকে নিয়ে মন্তব্য করলেন রানি।
জানালেন মাত্র ছয় বছর বয়েসেই পরিবারের উপর ছড়ি ঘোরায় আদিরা। এই প্রসঙ্গে রানি মন্তব্য করেন, ‘আমি তো চাই যে কেউ আসুক যে আদিরার রাজত্ব একটু ভাগ বসাক, কিন্তু আমার বর রাজি হচ্ছে না কী করব… একজন ছোট্ট কেউ এলে তবেই তো আদিরা বুঝবে।’
উল্লেখ্য, দ্বিতীয়বার মা হতে চান রানি, কিন্ত বাধা কোথায়? সফল অভিনেত্রী তিনি, তেমনই সুখী সংসারী। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে সচরাচর মুখ খোলেননি রানি মুখার্জি। মেয়ে আদিরা হওয়ার কয়েকবছর পর গুঞ্জন রটে দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। কিন্তু সেই গুঞ্জন নিয়ে সম্প্রতি খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী। ‘বান্টি অউর বাবলি ২’-এর প্রচারে কপিল শর্মা-র শো’তে এসে ব্যক্তিগত জীবন ও আদিরাকে নিয়ে মন্তব্য করলেন রানি।
জানালেন মাত্র ছয় বছর বয়েসেই পরিবারের উপর ছড়ি ঘোরায় আদিরা। এই প্রসঙ্গে রানি মন্তব্য করেন, ‘আমি তো চাই যে কেউ আসুক যে আদিরার রাজত্ব একটু ভাগ বসাক, কিন্তু আমার বর রাজি হচ্ছে না কী করব… একজন ছোট্ট কেউ এলে তবেই তো আদিরা বুঝবে।’