রানিচিরা চাবাগানে পতাকা বিলি মিষ্টি মুখ করাল মহিলা সেচ্চাসেবি সংগঠন

রানিচিরা চাবাগানে পতাকা বিলি মিষ্টি মুখ করাল মহিলা সেচ্চাসেবি সংগঠন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রানিচিরা চাবাগানে পতাকা বিলি মিষ্টি মুখ করাল মহিলা সেচ্চাসেবি সংগঠন। রাত পোহালেই দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার প্লাটিনাম জ্যুবলি উৎসব৷ আর এই উৎসব কে সামনে রেখেই চাবাগান এলাকায় শ্রমিক পরিবার এবং তার তাদের ছেলে মেয়েদের জাতীয় পতাকা এবং মিষ্টিমুখ করানো হল। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের মহিলা সেচ্চাসেবি সংগঠন পথের দিশা গত কয়েকদিন ধরেই এই কাজ করে আসছে বিভিন্ন চাবাগান এবং বন বস্তি এলাকায়।

 

, গোটা দেশ যখন আনন্দে মাতোয়ারা তখন মাল ব্লকের রানিচিরা চাবাগানে পতাকা বিলি মিষ্টি মুখ করালো এই সংগঠন। সংস্থার সদস্যা মনিষা ঘোষ বলেন, চা বাগান এলাকার অবহেলিত মানুষ জন দের কাছেও স্বাধীনতা দিবস স্বরনীয় করে রাখতে আমরা জাতীয় পতাকা বিতরণ কর্ম সূচি পালন করতে উদ্যত হয়েছি, ইতি মধ্যেই জেলার বিভিন্ন স্থানে আমাদের এর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যে জাতীয় পতাকা বিতরণ কর্ম সূচি চলছে ,, এরই অঙ্গ হিসেবে আমরা প্রত্যন্ত বনো বস্তির সেই মানুষ গুলোর ঘরে চাবান এলাকার সেই শ্রমিক মানুষ গুলোর হাতে জাতীয় পতাকা তুলে দিতে দিয়েছি।

 

রবিবার ,, সারাদিন ব্যাপী সারাদিন ব্যাপি মহকুমার বিভিন্ন চা বাগানের মানুষ দের এই পতাকা তুলে দিচ্ছি। কেনার ক্ষমতা নেই তাই তাদের হাতেই ওই পতাকা তুলে দিয়ে আমরাও ভারতীয় হিসেবে গর্বিত বোধ করছি। এখন পর্যন্ত আমরা ১০০০ পতাকা গরীব মানুষের মধ্যে বিতরন করেছি।

আরও পড়ুন – ব্যারাকপুরে আয়োজিত হলো রোজগার মেলা

উল্লেখ্য, রাত পোহালেই দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার প্লাটিনাম জ্যুবলি উৎসব৷ আর এই উৎসব কে সামনে রেখেই চাবাগান এলাকায় শ্রমিক পরিবার এবং তার তাদের ছেলে মেয়েদের জাতীয় পতাকা এবং মিষ্টিমুখ করানো হল। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের মহিলা সেচ্চাসেবি সংগঠন পথের দিশা গত কয়েকদিন ধরেই এই কাজ করে আসছে বিভিন্ন চাবাগান এবং বন বস্তি এলাকায়।

 

, গোটা দেশ যখন আনন্দে মাতোয়ারা তখন মাল ব্লকের রানিচিরা চাবাগানে পতাকা বিলি মিষ্টি মুখ করালো এই সংগঠন। সংস্থার সদস্যা মনিষা ঘোষ বলেন, চা বাগান এলাকার অবহেলিত মানুষ জন দের কাছেও স্বাধীনতা দিবস স্বরনীয় করে রাখতে আমরা জাতীয় পতাকা বিতরণ কর্ম সূচি পালন করতে উদ্যত হয়েছি, ইতি মধ্যেই জেলার বিভিন্ন স্থানে আমাদের এর পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যে জাতীয় পতাকা বিতরণ কর্ম সূচি চলছে ,, এরই অঙ্গ হিসেবে আমরা প্রত্যন্ত বনো বস্তির সেই মানুষ গুলোর ঘরে চাবান এলাকার সেই শ্রমিক মানুষ গুলোর হাতে জাতীয় পতাকা তুলে দিতে দিয়েছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top