রানীগঞ্জে ফরচুন তেলের টিনে ভেজাল, পুলিশ ও কোম্পানির অভিযানে বাজেয়াপ্ত ১০২ টিন তেল

রানীগঞ্জে ফরচুন তেলের টিনে ভেজাল, পুলিশ ও কোম্পানির অভিযানে বাজেয়াপ্ত ১০২ টিন তেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আসানসোল – আসানসোলের রানীগঞ্জে ফের ভেজাল তেল কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে রানীগঞ্জের গির্জাপাড়ার একটি তেল মিলে হানা দিয়ে ১০২ টিন ফরচুন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া ভেজাল ভোজ্য তেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন ফরচুনের মূল সংস্থা আদানি উইলমার গ্রুপের লিগ্যাল সেল ও রানীগঞ্জ থানার পুলিশ। তবে অভিযানের আগেই মিল মালিক পলাতক হয়ে যায়।

সূত্রের খবর, ফরচুন সংস্থার লিগ্যাল টিম গোপন সূত্রে তথ্য পেয়ে রানীগঞ্জ থানার সহযোগিতায় মোদী ওয়েল মিল নামে ওই কারখানায় হানা দেয়। সেখানে স্থানীয় মানের তেল ফরচুন নামাঙ্কিত টিনে ভরে বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযানের সময় পুলিশ বিপুল পরিমাণে তেল ভর্তি টিন উদ্ধার করে, যার মধ্যে ১০২ টিন বাজেয়াপ্ত করা হয়েছে।

আদানি উইলমার গ্রুপের আধিকারিকদের দাবি, দুটি ভিন্ন ধরনের ফরচুন ব্র্যান্ডের টিন ব্যবহার করে তার ভিতরে নকল তেল ভরা হচ্ছিল। অনেকেই তা আসল ফরচুন ভেবে ক্রয় করছিলেন, যা সম্পূর্ণ বেআইনি ও গ্রাহক প্রতারণার শামিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রানীগঞ্জ এলাকায় এর আগেও একাধিকবার ভেজাল তেল কারবার ধরা পড়েছে, কিন্তু প্রশাসনের নজরদারি কম থাকায় কিছুদিন পরই এই ব্যবসা আবার শুরু হয়। সাধারণ মানুষের দাবি, পুলিশ ও প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তবে এই ভেজাল তেলের দৌরাত্ম্যে জনগণের স্বাস্থ্য বিপন্ন হবে।

ঘটনার তদন্তে ফরেনসিক টিম নামানো হয়েছে এবং উদ্ধারকৃত তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয়ভাবে একটি সংঘবদ্ধ চক্র এই কারবারের সঙ্গে যুক্ত। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। রানীগঞ্জে এই ঘটনার পর ফের খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top