নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ২৭ মার্চ, আর বি আই-এর নির্দেশ মেনে এবার রানীগঞ্জের সমবায় ব্যাংক গুলির অন্যতম “রানীগঞ্জ কো-অপারেটিভ ব্যাংক” আগামী তিন মাসের জন্য ইএমআই প্রদান থেকে ছাড় দিল ঋণগ্রহীতাদের। ঋণগ্রহীতাদের তিন মাসের ঋণদান থেকে বিরত থাকার নির্দেশ আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সকল ঋণগ্রহীতারা। এ বিষয়ে কে লক্ষ্য করে অন্যান্য ব্যাঙ্কগুলির মতোই রানীগঞ্জের সুনাম অর্জনকারী ব্যাংক রানীগঞ্জ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড তাদের সমস্ত ঋণগ্রহীতাদের বিশেষ করে দরিদ্র সীমার নিচে বসবাসকারী ঋণগ্রহীতাদের আগামী তিন মাস কোন ইকোয়াল মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই পরিশোধ করতে হবে না বলে ঘোষণা করলেন, রানীগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপালচন্দ্র আচার্য।
উল্লেখ্য রানীগঞ্জ কো-অপারেটিভ ব্যাংক দীর্ঘ প্রায় ২২ বছর ধরে রানীগঞ্জ শহরের বুকে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে ঋণদানের মধ্যে দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে ও খনি অঞ্চলের মানুষদের সুদখোর মহাজনদের হাত থেকে বাঁচানোর জন্য গঠিত হয় এই সময়বায় ব্যাংক। বর্তমানে এই ব্যাংক সমস্ত সরকারি ব্যাংকের সমতুল্য পরিষেবা প্রদান করায় রিজার্ভ ব্যাংকের খতিয়ানে এই ব্যাংক সুনাম অর্জন করেছে। এই কমিটি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সমগ্র ভারতবর্ষের নেকাবের ডাইরেক্টর ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ট্যাক্স ফোর্সের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যেই সমগ্র শিল্পাঞ্চলের বেকার ওদুসটু ছেলেমেয়েদের নিয়ে স্বয়ম্ভর গোষ্ঠী করে বেকারদের কর্মসংস্থানের নতুন নজির গড়েছেন ও এই সমবায় ব্যাংকের আদায়ের মাধ্যমে রানীগঞ্জ কপাটি ব্যাংক আর্থিকভাবে সচ্ছল করাও সম্ভব হয়েছে বলেই জানান চেয়ারম্যান। বর্তমানে এই ব্যাংক আর্থিক বর্ষে অতি লাভজনক অবস্থায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার কথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মানবিকতার বিষয়কে অনুসরণ করেই রানীগঞ্জ কো-অপারেটিভ ব্যাংক তাদের সমস্ত ঋণ গ্রহীতাদের নানান সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী কে সহায়তার সাথেই বেশকিছু গুরুদায়িত্ব এসে বর্তেছে রানীগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের ওপর তা তারা সঠিকভাবে পালনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।