রানী ভবানী নন সন্দীপ্তা সেন, মুখ খুলে জানালেন আসল সত্য

রানী ভবানী নন সন্দীপ্তা সেন, মুখ খুলে জানালেন আসল সত্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন- ‘রানী ভবানী’ চরিত্রে কারা অভিনয় করবেন, তা ঘিরে সম্প্রতি দুই জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলের মধ্যে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা। ইতিমধ্যেই স্টার জলসা ঘোষণা করেছে যে, তাদের ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে। অন্যদিকে, জি বাংলার ‘রানী ভবানী’ প্রজেক্ট নিয়ে জোর চর্চা চলছে বিশেষ করে, কে হবেন তাঁদের রানী ভবানী?এই প্রসঙ্গে উঠে এসেছিল দুটি নাম স্বস্তিকা দত্ত ও সন্দীপ্তা সেন। বিশেষ করে সন্দীপ্তাকে নিয়েই গুঞ্জন আরও জোরাল হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল নানা জল্পনা, ফোনে প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছিলেন অভিনেত্রী নিজেও। অবশেষে সমস্ত জল্পনায় ইতি টানলেন সন্দীপ্তা নিজেই।সম্প্রতি নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি স্পষ্ট জানান, “আমি এই মুহূর্তে কোনও টিভি চ্যানেলের কোনও মেগা ধারাবাহিকে অভিনয় করছি না। বিগত কয়েকদিন ধরে অনেকেই জানতে চাইছেন, আমি কী কোনও বড় প্রজেক্টে যুক্ত হয়েছি কি না এই খবরটি সম্পূর্ণ ভুল।”



তিনি আরও লেখেন, “আমি জানি, অনেকেই আমাকে ছোট পর্দায় ফিরে পেতে চান। আপনাদের এই ভালোবাসা আর অপেক্ষার জন্য চিরকৃতজ্ঞ। তবে এই মুহূর্তে কোনও সিরিয়ালে ফিরছি না। যখন ফিরব, মন ছুঁয়ে যাওয়া চরিত্রেই ফিরব, আর নিশ্চয়ই নিজেই জানাব।”সন্দীপ্তার এই মন্তব্যেই পরিষ্কার জি বাংলার রানী ভবানী তিনি নন। অন্যদিকে, স্বস্তিকা দত্তের নাম শোনা গেলেও এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। বরং খবর, স্বস্তিকার সঙ্গে কথাবার্তা হলেও, তাঁকেও চূড়ান্ত করা হয়নি।ফলে জি বাংলার ‘রানী ভবানী’ কে? এই প্রশ্নের উত্তর এখনও রহস্যই থেকে যাচ্ছে। দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল কে হবেন ছোটপর্দার পরবর্তী রাজরানী?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top