বক্সনগর – গত ১১ই এপ্রিল, দুপুরবেলায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল সীমান্তবর্তী করালিয়া টিলা সংলগ্ন আম্মুইদার ডুং এলাকাটি। উত্তর কলম চৌড়া এলাকার প্রাক্তন উপ-প্রধান আব্দুল সালামের রাবার বাগানে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। স্থানীয়রা জানিয়েছে, দুষ্কৃতিকারীদের দ্বারা ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ।প্রায় ৬০০টি রাবার গাছের এই বাগানটি ছিল সালাম পরিবারের একমাত্র জীবিকার উৎস। সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ মেটানো হত এই রাবার উৎপাদনের মাধ্যমেই। হঠাৎ এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সব কিছু ছাই হয়ে যায়।
আব্দুল সালাম জানান, দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুন লাগার খবর তিনি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্থানীয়দের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাগানে পৌঁছে ভগ্ন হৃদয়ে কান্নায় ভেঙে পড়েন সালাম।তিনি আরও জানান, প্রায় ৩০ লক্ষ টাকার রাবার গাছ পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
