পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে বনগাঁ রামনগর রোডে অবরোধ। উত্বতর ২৪ পরগনা জেলার বনগাঁ কালিতলা পার্কিংয়ে পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে বনগাঁ রামনগর রোডের মোড়ে আবার অবরোধ ইমপোর্ট -এক্সপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে । ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ ।
সাম্প্রতিক রাজ্য সরকারের পক্ষ থেকে বনগাঁ কালিতলা পার্কিং অধিগ্রহণ করা হয়েছে । রাজ্য সরকার অধিগ্রহণের পরে কালিতলা পার্কিংয়ে পার্কিং চার্জ অত্যাধিক হওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ীদের । গত বৃহস্পতিবার রাতে যশোর রোডের বনগাঁ বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ অবরোধ শুরু করে পেট্রাপোলএক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে ।
অবস্থান-বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আগামীতে এই সমস্যার কথা রাজ্য সরকারকে তিনি জানাবেন বলে আশ্বস্ত করে । বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিল ব্যবসায়ীরা । রবিবার রাতে আবার বাটার মোড়ে বিক্ষোভ শুরু করে এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে ।
আর ও পড়ুন কন্যাশ্রী ছাত্রীদের ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ বাগনানে
বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড । আজ রাতে আবার অবরোধ শুরু করে পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে । ১ ঘণ্টা হয়ে গেলেও এখনো অবরোধ চলছে । অবরোধকারীদের দাবি প্রশাসনিক কর্তাদের কাছে একাধিকবার পার্কিং চার্জ কমানোর দাবি জানানো সত্ত্বেও কোনো সদুত্তর মেলেনি , সেই কারণে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি ।
উল্লেখ্য, পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে বনগাঁ রামনগর রোডে অবরোধ। উত্বতর ২৪ পরগনা জেলার বনগাঁ কালিতলা পার্কিংয়ে পার্কিং চার্জ বৃদ্ধির প্রতিবাদে বনগাঁ রামনগর রোডের মোড়ে আবার অবরোধ ইমপোর্ট -এক্সপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে । ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ ।
সাম্প্রতিক রাজ্য সরকারের পক্ষ থেকে বনগাঁ কালিতলা পার্কিং অধিগ্রহণ করা হয়েছে । রাজ্য সরকার অধিগ্রহণের পরে কালিতলা পার্কিংয়ে পার্কিং চার্জ অত্যাধিক হওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ীদের । গত বৃহস্পতিবার রাতে যশোর রোডের বনগাঁ বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ অবরোধ শুরু করে পেট্রাপোলএক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে ।
অবস্থান-বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আগামীতে এই সমস্যার কথা রাজ্য সরকারকে তিনি জানাবেন বলে আশ্বস্ত করে । বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিল ব্যবসায়ীরা । রবিবার রাতে আবার বাটার মোড়ে বিক্ষোভ শুরু করে এক্সপোর্ট ইমপোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে ।