কলকাতা – রামনবমীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঠাকুরপুকুরে। বাজারে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। প্রবল গতিতে ধাক্কা একের পর এক পথচারীকে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, রবিবার সকালে ছুটির দিন হওয়ায় বেশ ভিড় ছিল বাজারে। পাশাপাশি রামনবমী হওয়ার জেরে সকাল সকাল মানুষ ভিড় জমিয়েছিলেন বাজারে।
আচমকাই একটি গাড়ি ঢুকে পড়ে বাজারে। একের পর একজনকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যায় গাড়িটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন পথচারীদের ধাক্কাও মারে। এরপর একটি স্কুটার ধাক্কা মেরে, সেখানেই থেমে যায় গাড়িটি। খাল পাড় দিয়ে ধাক্কা মারতে মারতে গাড়িটি এগিয়ে আসে। চেকপোস্টে কোনও পুলিশ ছিল না। সেই কারণে ঘাতক গাড়িকে কেউ আটকায়নি। বিনা বাধায় এগিয়ে আসে গাড়িটি। পর পর ৮ থেকে ১০ জনকে ধাক্কা মারে গাড়িটি।
এলাকার রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন অনেকে। গাড়িতে সকলে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে। বাজার এলাকায় বড় গাড়ি নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিষয়টি নজরদারির জন্য বাজারে ঢোকার মুখেই পুলিশের চেক পোস্ট রয়েছে। কিন্তু বিধি বাম, কোথায পুলিশ। চেকপোস্টে কোনও পুলিশ না থাকায় অবাধে সরু রাস্তায় গাড়ি ঢুকে পড়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, পুলিশ বা সিভিক ভলান্টিয়ার কোথায় ছিল? ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। এত বড় দুর্ঘটনার কথা শুনেও তিনি এলাকায় আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
